প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী পালনে সদর জাপা’র কর্মসূচী গ্রহন


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর ঃ
আগামী ১৪ই জুলাই ২০২১ইং রোজ বুধবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি রংপুরের কৃতি সন্তান পল্লীবন্ধু আলহাজ্ব হোসেইন মুহাম্মদ এরশাদের ২য় তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে জাতীয় পার্টির রংপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৯ই জুলাই রোজ শুক্রবার বিকাল ৫টায় শ্যামপুরস্থ সংগঠনের চন্দনপাট ইউনিয়ন সভাপতি মাহবুবার রহমানের বাসায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি জাতীয় পার্টির জেলার যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমিন লিটন। সদর উপজেলার সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজুলী বেগমের সভাপতিত্বে উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদার রহমান মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিয়ার মেম্বার, তারিক সরকার, মমিনপুর ইউনিয়ন আহবায়ক আজহারুল ইসলাম, সদস্য সচিব জিয়ারুল ইসলাম, সদস্য ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী ইউনুস আলী, চন্দনপাট ইউনিয়ন সভাপতি মাহবুবার রহমান, সাধারন সম্পাদক হাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক মোকছেদুল, হরিদেবপুর ইউপি সাবেক আহবায়ক আজিজুল ইসলাম ভাংরী, সাবেক সদস্য সচিব নওশাদ আলী মেম্বার, খলেয়া এবং সদ্যপুস্করনী ইউনিয়ন নেতৃবৃন্দ। সভায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের ২য় তম মৃত্যুবার্ষিকী পালনে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়। উল্লেখযোগ্য কর্মসূচীগুলো হলো সদর উপজেলার ৪৫টি ওয়ার্ড সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডে রংপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ সহ পল্লীবন্ধু এরশাদের ছবি সংবলিত শ্রদ্ধাঞ্জলীর পোষ্টার, লিপলেট দেয়ালে লাগানো ও গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন, ১৪ই জুলাই পল্লী নির্বাসে জেলা কমিটির সঙ্গে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপনে অংশগ্রহন এবং বাদ আছর সদর উপজেলার ৫ ইউনিয়নের দলীয় কার্যালয়ে অথবা মসজিদ, মাদ্রাসায় মিলাদ দোয়া মাহফিল ও কাঙ্গালিভোজ বিতরন। অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জাতীয় পার্টির জেলার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন লিটন ও সদর উপজেলার সাধারন সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদার রহমান মিলন বলেন আমাদের মহান নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ৯বছরের সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদ আজ আমাদের মাঝে নেই। আছে শুধু তার স্মৃতি ও আদর্শ। প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের আদর্শকে ধারন করে তারই সুযোগ্য সন্তান আমাদের রংপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদের নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করতে দ্বিধাদন্দ ভুলে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

পুরোনো সংবাদ

রংপুর 6187761003900675812

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item