নীলফামারীতে করোনায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৬


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাশাপাশি নতুন করে আরও ৬৬ জন করোনা আক্রান্ত হন। রবিবার(১৮ জুলাই/২০২১) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির।
মারা যাওয়া ব্যাক্তি হলেন নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিন মটকপুর তালতলা গ্রামের আব্দুল হামিদ(৬৭)। এর আগে গত শুক্রবার আরও দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। তারা হলেন  ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের চাঁদখানা গ্রামের আতিয়ার রহমান (৭০) ও সৈয়দপুর উপজেলার কাজীপাড়া মহল্লার আব্দুল মজিদ(৫৮)। এ নিয়ে চলতি জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত নীলফামারী  জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হলো। অপর ১১ জন হলেন জেলার কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া গ্রামের আতিকুল ইসলাম(৪১), জেলা সদরের কাজিরহাট গ্রামের আব্দুল মজিদ(৬৫),ডিমলা উপজেলার জোড়জিগা গ্রামের সহিদা বেগম(৭০), ডোমার উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের রমজান আলী(৬০),জেলা সদরের কাঞ্চনপাড়ার নুরন্নবী(৭৫), সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার মতিয়ার রহমান(৮০), ডোমার উপজেলার পাঙ্গামটকপুর গ্রামের আব্দুল হক(৭০), সৈয়দপুর উপজেলার চাঁদনগর মহল্লার আশিক বদর(৪০), ডোমার উপজেলার চিলাহাটি বসুনিয়া পাড়া গ্রামের আবু তালেব বসুনিয়া(৬৪) ও জেলা শহরের বাবুপাড়া মহল্লার জামিলা (৮২)।
সংশ্লিষনট সুত্র মতে এদিকে  গত ২৪ ঘন্টায় ২৪৯ নমুনায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৬৬ জন  করোনা পজেটিভ হয়েছেন। এরমধ্যে নীলফামারী জেলা সদরে ৪২ জন,সৈয়দপুর উপজেলা  ১৪ জন ,জলঢাকা উপজেলায় ৬ জন ও ডোমার উপজেলায়  ৪ জন । আক্রান্তের আনুপাতিক শতকরা হার ২৬.৫১ ভাগ। এ ছাড়া  গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৪০। এরমধ্যে জেনারেল হাসপাতালে ৪৩ জন,ডোমার হাসপাতালে ১ জন, সৈয়দপুর হাসপাতালে ৯ জন, নিজবাড়িতে চিকিৎসাধীন ৫৬৯ জন ও রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয় ১৮ জনকে। করোনার শুরু থেকে এ পর্যন্ত এ জেলায় আক্রান্ত হন ২হাজার ৭৯৩ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ১৩৬ জন। সর্বমোট মৃত্যু বরন করেন ৪৮ জন।#

পুরোনো সংবাদ

হাইলাইটস 4588526379542360320

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item