ডিমলায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীর ডিমলা উপজেলায় চলমান কঠোর লকডাউনে অসহায় ও প্রতিবন্ধী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার(৩১ জুলাই/২০২১) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং রংপুর খোলাহাটি ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে সেনাবাহিনীর নিজস্ব খাদ্য ভান্ডার থেকে ৫০টি পরিবারের মাঝে চাল,ডাল,লবন,তেল,সাবান খাদ্যসামগ্রী বিতরণ করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইফানা বিনতে সারোয়ার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। 

বিতরণকালে ক্যাপ্টেন ইফানা বিনতে সারোয়ার তিনি বলেন, কঠোর লকডাউনের কারণে অসহায় ও দিনমজুর মানুষেরা বিভিন্ন ধরনের সংকটে জীবনযাপন করছেন। এই সংকট মোকাবিলায় কঠোর বিধি নিষেধের কারণে কর্মহীন গরিব, দুস্থ ও অসহায় এবং প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

উল্লেখ যে, এর আগে চলমান লকডাউনে বাংলাদেশ সেনাবাহিনী নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় ১শ করে মোট দুইশ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 8887234746224285742

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item