সৈয়দপুরে প্রধানশিক্ষক শাহীন পারভেজ লিটনের মায়ের ইন্তেকাল
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী মিস্ত্রিপাড়া মসজিদ রোড়ের বাসিন্দা ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী এ. এস. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন পারভেজ আখতার (লিটন) এর মা আলহাজ্ব মাহামুদা বেগম (ময়না) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল তিনটায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিৎিসাধীন অবস্থান মারা যান তিনি। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙক্ষী, ছাত্রছাত্রী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
ল মঙ্গলবার বাদ এশা সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া বায়তুল কারাম মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর সকল আত্মীয়-স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্যবিধি মেনে জানাজার নামাজের অংশ নেন। পরে মরহুমাকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমা ছিলেন দিনাজপুরের পার্বতীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা এবং একই শিক্ষা প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মরহুম আলহাজ্ব জহির উদ্দিনের স্ত্রী ও ঢাকার মতিঝিল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক (সুইট), পার্বতীপুরের ভবানীপুর কামিল মাদরাসার গণিত বিভাগের প্রভাষক ওমর ফারুক সিদ্দিক (বাবু), দিনাজপুরের বীরগঞ্জ চৌধুরীহাট টিবিএম কলেজের অধ্যক্ষ জিনাত মহল বেগম (বর্না) ও সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার ইংরেজী বিভাগের প্রভাষক জার্জিস মহল বেগম (বনানী) এর মা।
তাঁর মৃত্যুতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ফতেজংপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মো. লুনার, সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, চিকিৎসক শাহ্ মো. মতিয়ার রহমান, উত্তর পলাশবাড়ী এ. এস. এম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আবদুল কাইয়ুম, সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. জোবায়দুর রহমান শাহীন, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, প্রভাষক মো. হাফিজুর রহমান নান্নু, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।