বীরগঞ্জে করোনায় ব্যবসায়ীর মৃত্যু


হাসান জুয়েল,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি #
দিনাজপুরের বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মোঃ আজগর আলী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।


মোঃ আজগর আলী বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের মৃত নৈইম উদ্দিনের ছেলে এবং সামাদ ষ্টোর নামে একটি মুদির দোকান মালিক।


শনিবার সকাল ৬টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


স্থানীয় বাসিন্দা মোঃ নাজমুল হোসেন জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত ৩দিন আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছিলেন ব্যবসায়ী মোঃ আজগর আলী। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার দেহে করোনা সংক্রমন ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় মারা যান তিনি। দুপুরে স্বাস্থ্যবিধি মেলে মাকড়াই কবরস্থানে তাকে দাফন করা হয়।


এদিকে গত ২৪ঘন্টায় বীরগঞ্জে নতুন করে আরও ৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট সনাক্ত হয়েছেন ৩২২জন। মোট মৃতের সংখ্যা ৭জন বলে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ওয়েব সাইট হতে শনিবার এ তথ্য জানা গেছে।


পুরোনো সংবাদ

হাইলাইটস 2657379277601366306

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item