জলঢাকায় সাবেক এমপি'র স্ত্রীসহ ১১ জনের করোনা পজেটিভ


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা সংক্রমণে শনাক্তের রেকর্ড করেছে। ১৩ জুলাই সকাল ৮ টা পর্যন্ত উপজেলায় একদিনে ১১জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুলাই/২০২১) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর।  তিনি জানান, গতকাল সোমবার  উপজেলায় ১৬ নমুনা টেস্টে ১১ জনের দেহে পজেটিভ আসে। এর মধ্যে সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, সহধর্মিণী মার্জিয়া সুলতানা ও মেয়ে মৈত্রীর নমুনা ছিল। তারমধ্যে সাবেক এমপির সহধর্মিণী মার্জিয়া সুলতানার পজেটিভ আসে। এছাড়াও সাবেক এমপিসহ তার মেয়ের রিপোর্ট করোনা পজেটিভ কিনা তা নিশ্চিত হতে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে কলেজপাড়ায় আরো ৪ জনের করোনা পজেটিভ আসে। তারা হলেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও সাবেক অধ্যাপক মোখলেছার রহমান, সহধর্মিণী লুৎফুন নাহার, মারুফা আকতার  ও নুরল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় - এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬১ জন, সুস্থ হয়েছে ২১১ জন, বর্তমানে চিকিৎসাধীন ৪৩ জন এবং মারা গেছে ৬ জন।  

পুরোনো সংবাদ

প্রধান খবর 4735119962616425340

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item