জাতীয় গোল্ডকাপ ফুটবলে বঙ্গবন্ধু-এ জলঢাকা উপজেলা এবং বঙ্গমাতা-এ সদর উপজেলা চ্যাম্পিয়ন


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে জলঢাকা উপজেলা এবং বঙ্গমাতা জাতীয় গোল্পকাপ ফুটবলে নীলফামারী সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। 

বৃহস্পতিবার(১০ জুন/২০২১) বিকেলে শেখ কামাল স্টেডিয়ামে পর পর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। 

ফাইনালের প্রথম ম্যাচে(বালক) জলঢাকা উপজেলা দল ডিমলা উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে এবং অপর ম্যাচে(বালিকা) নীলফামারী সদর উপজেলা দল ৪-০ গোলে সৈয়দপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

বালকে গোবিন্দ রায় এবং বালিকায় লেবু খান ম্যাচ পরিচালনা করেন। 

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) লিজা বেগম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য দেন। 

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ উপস্থিত ছিলেন এ সময়।  

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম। 

জেলা ক্রীড়া অফিস সুত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১-এ জেলার সাতটি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলে জেলার সাতটি দল অংশগ্রহণ করে। 

গত ৫জুন শেখ কামাল স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান। 

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দুই দল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। সেখানে জয়লাভ করলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। 

সারাদেশে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।  # 


পুরোনো সংবাদ

নীলফামারী 1620372851772262048

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item