রতিরামপুর পশ্চিম হিন্দুপাড়া হরিমন্দির সংস্কারের দাবী


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীরঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রতিরামপুর পশ্চিম হিন্দুপাড়া হরিমন্দিরটি সংস্কারের অভাবে বেহাল ভগ্নদশায় পড়ে আছে। এর ফলে এলাকার সনাতন হিন্দু সম্প্রদায়দের পূজা আর্চনা সহ নানা ধর্মীয় কর্মকান্ড পালনে ঘটছে বিঘ্ন। জানা গেছে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রতিরামপুর পশ্চিম হিন্দুপাড়ায় বিশিষ্ট সমাজসেবক প্রভাবশালী স্বর্গীয় সুয়ারাম বর্মন রায় ১৯৫০খ্রিষ্টাব্দে ৬ শতাংশ জমি দেবোত্তর নামে দান করে হরিমন্দির প্রতিষ্ঠা করেন। সেখানে এলাকার সনাতন হিন্দু ধর্মালম্বীরা পূজা আর্চনা সহ ধর্মীয় নানা কর্মকান্ড কাজে ব্যবহার করে আসছে মন্দিরটি। কিন্তু প্রাচীন হরিমন্দিরটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল ভগ্নদশায় পড়ে থাকায় পূজা আর্চনা সঠিকভাবে পালন হচ্ছে না। মন্দিরটি অতি দ্রুত সংস্কারের প্রয়োজন। স্বরজমিনে অত্র হরিমন্দির কমিটির সভাপতি শ্রী দীনেশ রায় ও সম্পাদক কনক মহন্ত সাংবাদিককে বলেন এলাকার সনাতন হিন্দু সম্প্রদায়গন অত্যান্ত গরিব হওয়ায় তাদের পক্ষে মন্দিরটি সংস্কারের ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। তাই রতিরামপুর পশ্চিম হিন্দুপাড়া এলাকার সনাতন হিন্দু ধর্মালম্বী উক্ত হরিমন্দিরটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি’র কাছে দাবী জানিয়েছেন। 


পুরোনো সংবাদ

রংপুর 4355609093237474844

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item