নীলফামারীতে সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার দুই আসামী গ্রেফতার


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে পৃথক দুইটি  মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে নীলফামারী ও ডিমলা থানা পুলিশ। 

গ্রেফতাররা হলেন, জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় পাঠানপাড়া গ্রামের আফসার আলীর ছেলে রুবেল(২৫) ও ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার  গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৫০)। 

 মঙ্গলবার(১ জুন/২০২১) ভোরে জেলা সদরের নগর দাড়োয়ানী গ্রাম হতে রুবেলকে ও ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজার এলাকা থেকে বাবুলকে পুলিশ গ্রেফতার করে। তাদের আজ দুপুরে আদালতের মাধ্যমে আদালতের রায়ের সাজাভোগের জন্য জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী জানান, নীলফামারী থানার মাদক মামলার পলাতক আসামী রুবেলের বিরুদ্ধে ২০১৭ সালে জিআর  ৩৪০/১৭ মামলা হয়। ওই মামলায় আদালত তাকে এক বছরের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করেছিল। এরপর আসামী ছদ্মবেশ ধারন করে আত্নগোপন করে ছিল। সেই পলাতক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। 

অপর দিকে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ডিমলা থানার ২০১৬ সালের জিআর ৫৭/১৬  মাদক মামলায় বাবুল মিয়া পলাতক থাকে। ওই মামলায় বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড  প্রদান করেছি। #


পুরোনো সংবাদ

নীলফামারী 1179465481588796615

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item