নবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে প্রান গেল আপন ভাই বোনের




অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :


দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ীর পার্শ্ববর্তী নদীতে গোলস করতে গিয়ে পানিতে ডুবে আপন ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা উপজেলার ডাংশেরঘাট গ্রামের অপুল সরকার কন্যা অনামিকা সরকার (৯) ও অর্ঘ সরকার (৭)। নিহতের স্বজনরা জানান – মঙ্গলবার দুপুরে বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া নলশিষা নদীতে নিহতরা তাদের ছোট ভাই প্রল্লাদ সরকার(৪) সহ গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে যায়। এ সময় ছোট ভাই প্রল্লাদ সরকার হাটু পানিতে নেমে কান্নাকাটি করছিল। বেলা ৩ টার সময় নদীতে মাছ মারতে আসা স্থানীয় লোকজন ঐ শিশুর কান্নাকাটি দেখে সন্দেহ হলে নদীর পানিতে খোঁজা খুজি করে নিহতদের পানির নিচ থেকে উপরে তোলে নিশ্চিত হয় তাদের মৃত্যু হয়েছে। নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) সামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 2135622067673252728

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item