সৈয়দপুরে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির অবহিতকরণ সভা


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: 

নীলফামারীর সৈয়দপুরে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির (এমডিভি-তৃতীয় রাউন্ড) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মে)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই সভার আয়োজন করা হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

   উক্ত সভায় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার সভাপতিত্ব করেন।

এতে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা  ডা. মো. রাশেদুল হক, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আরমান হোসেন রনি, ডা. সাবরিন জাহান, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নুরন্নবী, এমডিভি সুপারভাইজার ইয়াছিন আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনলোজিস্ট (ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. মনসুর আলী সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

 অবহিতকরণ সভায় কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এমডিভি’র সুপারভাইজার মিল্লাতুর রহমান চৌধুরী।

 এছাড়াও সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. অহিদুল হক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 সভায় জানানো হয়, আগামী ৫ মে থেকে উপজেলার পোষা ও বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। পাঁচদিন ব্যাপী টিকা প্রদান কর্মসূচি চলবে ৯ মে পর্যন্ত। উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোট ২০ টি  টিকাদান  টিম  কাজ করবে। এর মধ্যে সৈয়দপুর পৌরসভায় পাঁচটি টিম এবং উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটিতে তিনটি করে  ১৫টি টিম কাজ করবে। প্রতিটি টিমে দুইজন স্থানীয় কুকুর ধরার লাক, একজন দক্ষ কুকুর ধরার লোক, একজন ডাটা কালেক্টর ও একজন ভ্যান চালক নিয়োজিত থাকবেন। এর আগে আজ সোমবার  (৪ মে)  একদিনের এনিম্যাল স্টাফ কন্ট্রোল ট্রেনিং (এসিএস) প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা। আর সহায়তারি হিসেবে থাকবেন এমডিভি সুপারভাইজার।  


পুরোনো সংবাদ

নীলফামারী 7790394148750415880

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item