পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ


পঞ্চগড়  সীমান্তে  শম্ভু ভূঁইয়া (৪০) নামে এক ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ভারতীয় নাগরিক ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার চাতলা থানার গৌরবপুর এলাকার চন্দন ভূঁইয়ার ছেলে। 

রোববার বিকালে পঞ্চগড় সদর থানার পুলিশ ওই ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণ করেছেন।


বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, 

গত শনিবার (২৯ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা শিংরোড, নারায়ণপুর-মুন্সিপাড়া এলাকায় অবৈধ পথে আসা ভারতীয় এক নাগরিক ঘোরাফেরা করছিল। এ সময় ওই ভারতীয় নাগরিক কে নজরে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিংরোড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সরদার আজিজুর রহমানের। ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক দাবী করে হিন্দি ভাষায় উত্তর দেন। তাঁর কথাবার্তায় অসংলগ্নতা দেখে তাঁকে সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে ওই ব্যক্তিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি। এ ঘটনায় বিজিবির শিংরোড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সরদার আজিজুর রহমান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেন। রোববার (৩০ মে) তাঁকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


বিজিবির শিংরোড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সরদার আজিজুর রহমান বলেন, অবৈধ পথে আসা ভারতীয়  নাগরিক বাংলাদেশের ভূখণ্ডে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।


পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, বিজিবির আটক করা ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3136793151645026227

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item