নীলফামারীতে ২৫টি চোরাই বাইসাইকেলসহ আন্তঃজেলা বাইসাইকেল চোর দলের প্রধান গ্রেফতার


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে ২৫টি চোরাই বাইসাইকেলসহ আন্তঃজেলা বাইসাইকেল চোর দলের প্রধান গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার(৩০ এপ্রিল/২০২১) দুপুরে জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের খাতোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই সব বাইসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা বাইসাইকেল চোর দলের প্রধান আনোয়ারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয় বলে জানান সদর থানা ওসি মো. আব্দুর রউপ। সে ওই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।

জানা যায়, গোপন খবর পেয়ে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদ-উন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল খাতোয়ালপাড়া গ্রামস্থ আন্তঃজেলা বাইসাইকেল চোর দলের প্রধান আনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়িতে থাকা ২৫টি বাইসাকেল উদ্ধারসহ আনোয়ারুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

এর আগেও সাতটি চোরাই বাইসাইকেলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে নীলফামারীসহ আশপাশের থানায় বাইসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। #


পুরোনো সংবাদ

নীলফামারী 3817492975264033543

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item