চিলাহাটি খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন


এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি খাদ্যগুদামে (এলএসডি) বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় সোমবার সকাল ১০ টার দিকে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ভোগডাবুরী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক হাফিজুর রহমান বকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু, রফিকুল ইসলাম ও মফিজুল হক, কৃষকলীগের নেতা আল হেলাল, চিলাহাটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, এ.এস.আই মাহবুব সহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও চিলাহাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। ধান সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফিজুর রহমান বকুল সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার এই করোনাকালে সাধারণ মানুষদের যাতে কষ্ট না হয় সেই দিকে নজর রেখে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ব্যপক চেষ্টা চালিয়ে উন্নত দেশে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আজ গ্রামের সহজ সরল কৃষকরা তাদের উৎপাদনকৃত ধান সহজেই এই খাদ্যগুদামে দিতে পারবেন। সেই দিক বিবেচনা করে সারাদেশের খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। অপরদিকে চিলাহাটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চিলাহাটি এলএসডিতে কৃষকদের কাছ থেকে ৯৯০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে ২৭ টাকা কেজি দরে। তাই এলাকার কৃষকদের সরকারী নির্দেশ অনুযায়ী গুদামে ধান দেওয়ার জন্য জানানো হচ্ছে।


পুরোনো সংবাদ

নীলফামারী 3813594927842608428

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item