নীলফামারীর কিশোরগঞ্জে অটোভ্যানের সাথে ধাক্কা লেগে মটর সাইকেল আরোহী নিহত আহত ৪


মো: শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা:
আপন বড়আব্বার মৃত্যুর একদিন পর সড়ক দুঘটনায় রাসেল খান হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্য হয়েছে। এসময় কবির হোসেন( ২৭) রাজ্জাক মিয়া (২৬) এবং ভ্যান চালক হ্যাল্লো  সহ  তিনজন  গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।   ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কাউয়ার মোড় নামকস্থানে। সে বড়ভিটা ইউনিয়নের বাসিন্দা সাবেক বিজিবি সদস্য ফজলুল ছেলে।  


এলাকাবাসী , প্রত্যক্ষদশী এবং পুটিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়াডের ইউপি সদস্য মাহবুবার রহমান বাদশা মিয়া জানান, রবিবার  রাত সারে নয়টার দিকে বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারপাড়া গ্রামের সাবেক বিজিবি সদস্য ফজলুল হকের ছেলে রাসেল খাঁন হৃদয় তার দুই বন্ধু কবির ও রাজ্জাককে সাথে নিয়ে মোটর সাইকেলে করে  জলঢাকা উপজেলার  টেংগনমারী বাজারে যায়। টেংগনমারী বাজার থেকে কাজ শেষ করে তিনবন্ধু মটর সাইকেলে করে বড়ভিটা বাজারের দিকে ফিরছিল। এসময় তারা রাত দশটার দিকে পুটিমারী ইউনিয়নের কাউয়ার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডেকোরেটরের মাল বোঝাই অটোভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পরে। এসময় তাঁদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বড়ভিটা বাজারে পৌঁছানোর আগেই রাসেল মারা যায়। তিনি আরো জানান গত শনিবার রাসেলের বড়আব্বা সোহরাব হোসেন বাধক্যজনিত কারনে মারা যাওয়ার একদিন পর রাসেল মারা গেল। 


কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার বিষয় নিশ্চিত করছেন। 


পুরোনো সংবাদ

নীলফামারী 1028594531937347598

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item