পাগলাপীরে কালবৈশাখীর ছোবলে ইরি ধান সহ আম, জাম, কাঁঠাল, লিচু করি সাবার


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত,পাগলাপীর ঃ
  কালবৈশাখীর ছোবলে রংপুরের পাগলাপীরে বড় ধরনের প্রাকৃতিক দূযোর্গ না ঘটলেও উঠতি ফসল বুরো ধান, আম, জাম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন জাতের ফলমুলের করি পড়ে সাবার হয়ে গেছে। গতকাল বুধবার শেষ বিকেলে আর্কস্মিক কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয় এই সব উঠতি ফসল। জানা গেছে পাগলাপীর সহ অঞ্চলের আর্কস্মিক কালবৈশাখীর ছোবলে  উঠতি ফসল সেচ নির্ভর ইরি, বুরো ধান গাছ মাটিতে শুয়ে ধান পড়েছে, সাবার হয়ে গেছে আম, জাম, কাঁঠাল, লিচু সহ মৌসুমী বিভিন্ন জাতের ফলমুলের কড়ি। লন্ডভন্ড হয়ে গেছে গ্রীস্মকালিন তরকারি সজনার গাছ সহ বিভিন্ন জাতের ফলমুল ঔষধী গাছপালার ডালপালা। এছাড়া মানুষজনের ঘরবাড়ি টিনের চালা, হাটবাজারের দোকানপাট, সাইনবোর্ড, বিলবোর্ড ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ক্ষতির স্বীকার হয়েছেন শত শত কৃষক সহ অসহায় দরিদ্র মানুষজন। এমনিতে পাগলাপীর সহ সারা দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত পুনরায় ১৪এপ্রিল হতে অব্যাহত লকডাউনের কারনে অর্থ সংকট ও খাদ্যের অভাবে মানুষজন পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করতেছে, তার উপর বুধবার আর্কস্মিক কালবৈশাখীর ছোবলে বাড়ি-ঘর, গাছগাছ পালা লন্ডভন্ড হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন পাগলাপীর অঞ্চলের নিম্ন আয়ের মানুষজন। 


পুরোনো সংবাদ

রংপুর 3418465978153513053

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item