চোরের উৎপাতে অতিষ্ঠ সুন্দরগঞ্জের সমস গ্রাম, মাদ্রাসার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

লকডাউনে চোরের উৎপাতে অতিষ্ট গাইান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সমস গ্রাম। লকডাউনের সুযোগে ঐতিহ্যবাহী সমস ইসলামিক কারীগরী মাদ্রাসার তালা ভেঙ্গে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা  প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। সমস ইসলামিক কারীগরী মাদ্রাসা সংলগ্ন অধিবাসীরা  অভিযোগ করে বলেন  মাদ্রাসার নিকটবর্তী অন্তত ৫/৬ বাড়ীতে গত দুইমাসে চুরির ঘটনার পাশাপাশি সেচ কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোটর চুরি হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও কোন প্রতিকার হচ্ছেনা। থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে সংঘবদ্ধ চোরের দল মাদ্রাসার ৩ টি কক্ষের তালা ভেঙ্গে বিতরে ঢুকে কক্ষে থাকা পানি উত্তোলনের একটি মোটর, ২টি  সোলার প্যানেল ব্যাটারী, ৪টি সিলিং ফ্যানসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে ম্যানেজিং কমিটির সদস্য মো. নুরুল হুদা মাদ্রাসায় গিয়ে তালা ভাঙ্গা ও কক্ষগুলি খোলা দেখতে পান। গত ১১ এপ্রিল ম্যনেজিং কমিটির পক্ষে সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। চুরির ঘটনায় এক সপ্তাহ অতিক্রান্ত হলেও পুলিশ চুরির ক্লু উদ্ধার পারেনি। তবে ওই গ্রামে দীর্ঘদিন ধরে একটি বাড়ীতে জুয়ার আসর বসে এবং সারারাত জমজমাট জুয়া খেলা চলে । সাধারণ মানুষ জুয়া খেলাকেই এসব অপকর্মের লক্ষ্যস্থল বলে ধারণা করছেন। সুন্দরগঞ্জ  থানার ভারপ্রাপ্ত   কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন চুরির ঘটনা তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনা হবে।


পুরোনো সংবাদ

নির্বাচিত 517524374467629423

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item