হরিদেবপুর চেয়ারম্যান ইকবালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরন বিতরন


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর ঃ 
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭টি সিলিং ফ্যান, ৩৭ জোড়া উচু নিচু বেঞ্চ, ১৬টি স্টিলের আলমারি, ২৮ ও ৯৩ পিচ জ্যামিতি বক্স ও শারিরীক প্রতিবন্ধিদের মাঝে ৪২টি হুইল চেয়ার বিতরন করলেন চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। এ উপলক্ষ্যে ১৩ই এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় ইউপি ক্যাম্পাসে আয়োজন করা হয় সামাজিক দুরুত্ব বজায় রেখে ও ইউনিয়নের বিশিষ্ট জনদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা। অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য জুয়েল রানা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রনজিনা আক্তার আদুরী, হরিদেবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় রায়, পাগলাপীর আদ্দ্বীন একাডেমীর প্রশাসনিক কর্মকর্তা ও পরিচালক শহিদুল ইসলাম, হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়া সহ ইউনিয়নের বিশিষ্টজনরা। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন উদ্যোক্তা মোঃ মোকলেছার রহমান ও উদ্যোক্তা লাভলী রানী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গোলজার রহমান, সাইয়াদুল ইসলাম, চান মিয়া, তিতু মিয়া, রেজাউল করিম দাদুল, মোজাহারুল ইসলাম, সংরক্ষিত  মহিলা ইউপি সদস্য লিভা রানী, এসমোতারা ও গনমাধ্যম কর্মী সহ ইউনিয়নের বিশিষ্টজনরা। অনুষ্ঠিত শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অত্র ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন একটি ইউনিয়নকে সব দিক থেকে উন্নয়ন করতে গেলে আগে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। তাই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে প্রতি এল.জি. এস.পি বরাদ্দের সিংহভাগ অর্থ ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে উপকরন বিতরন করা হয়। এর ফলে আমার ইউনিয়নে শিক্ষার হার অনেকগুন বেড়ে যাওয়ায় জেলার ৭৪টি ইউনিয়নের মধ্যে আজ হরিদেবপুর ইউনিয়ন একটি অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উল্লেখ্য হরিদেবপুর ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়নে ২০১৯ ও ২০২০এর অর্থ বছরের এল.জি.এস.পির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত শিক্ষা উপরকরনগুলো বিতরন করা হয়। 


পুরোনো সংবাদ

রংপুর 8032933531255806248

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item