ফুলবাড়ীতে নৌকার মাঝী খাজা , ধানের শীষের প্রার্থী সাহাজুল


মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার প্রথম ধাপের নির্বাচনে খাজা মঈন উদ্দিন চিশতিকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। অপরদিকে সাহাজুল ইসলামকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি।

খাজা মঈন উদ্দিন চিশতি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপির ছোট ভাই। ধানের শীষ প্রার্থী সাহাজুল ইসলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক।


ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন বলেন, দল থেকে খাজা মঈন উদ্দিন চিশতিকে নৌকা প্রতিক দেওয়া হয়েছে। আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন চৌধুরী বলেন,দলীয় সিদ্ধান্ত মোতাবেক সাহাজুল ইসলামকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস ওয়াজেদ আলী জানান, নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর,এর মধ্যে দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার নামও রয়েছে। 

ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯জন। ফুলবাড়ী পৌরসভায় মোট ১০টি ভোট কেন্দ্রে ৯৪টি বুথে ভোট গ্রহন হবে। প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১ ডিসেম্বর,মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩ডিসেম্বর,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ডিসেম্বর এবং ভোটগ্রহনের তারিখ ২৮ডিসেম্বর।  


পুরোনো সংবাদ

নির্বাচন 2406922827297247508

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item