তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত


মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় -
 “মুজিব বর্ষের আহবান- যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় রোববার (০১ নভেম্বর ২০২০) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিবসটি এ বছরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস নামে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউসুফ আলী এর সভাপতিত্বে এবং আত্মকর্মী মো: সোলায়মান আলীর সঞ্চালচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: নাফিজুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সুলতানা রাজিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রমূখ। এছাড়া যুব উন্নয়ন উপকার ভোগী হিসেবে বক্তব্য রাখেন মোছা: রুবি বেগম, পল্লী পশু চিকিৎসক মো: মোয়াজ্জেম হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: সোহরাব আলী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকসহ গনমাধ্যম কর্মীগণ।  

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাগণ জাতীয় যুব দিবসে অংশগ্রহণ করেন। শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির মাধ্যমে মাঝিপাড়া ডাহুক গুচ্ছ গ্রামের রহিম দুগ্ধ খামার প্রকল্পের মো: আব্দুর রহিমকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। 


পুরোনো সংবাদ

পঞ্চগড় 3620863576381742749

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item