প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ


অনলাইন ডেস্ক




প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফরত মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ভিগান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে আসেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে বাংলাদেশের প্রয়োজনে পাশে থাকার কথা জানান স্টিফেন ভিগান। এসময়, দু দেশের পারস্পারিক সহযোগিতা আরো বাড়াতে উভয় দেশই কাজ করছে বলে জানানো হয়।


বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সফরে আসেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ভিগান। সফরের প্রথম দিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্টিফেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সফরকালে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1982538745130164666

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item