পঞ্চগড়ে চা শিল্পের সাথে সম্পৃক্ত স্টেক হোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্টিত


মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে উত্তরবঙ্গের চা শিল্পের সম্ভাবনা, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে চায়ের সাথে সম্পৃক্ত স্টেক হোল্ডারদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উত্তরবঙ্গের চা আবাদ সম্প্রসারণ, ক্ষুদ্র চাষিদের চা আবাদ নীতিমালা, ক্ষুদ্র চা চাষিদের প্রণোদনা, পঞ্চগড়ে নিলাম কেন্দ্র স্থাপন, হাতেকলমে প্রশিক্ষণ, শ্রমিক স্বল্পতা, দীর্ঘ প্লাকিং প্লাকিং রাউন্ড কমানো, প্লাকিং মেশিন সরবরাহ, গুণগতমান সম্পন্ন চা উৎপাদন, স্থানীয় বাজারে চা বিক্রয়, এ অঞ্চলের চা আবাদে বিদ্যমান সমস্যা ও তা সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান এনডিসি, পিএসসি  মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড়ের প্রকল্প পরিচালক, ড. মোহাম্মদ শামীম আল মামুন, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমিরুল হক খোকন, গ্রীনফিল্ড চা কারখানার মালিক জনাব ফয়জুল ইসলাম, মৈত্রী চা কারখানার মালিক সৈয়দ আবুল মনসুর, একতা ক্ষুদ্র চা চাষি সমিতির সভাপতি আব্দুল মালেকসহ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ চা বোর্ড আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র চাষিবৃন্দ, প্রেস মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বটলিফ চা কারখানা ও ক্ষুদ্রায়তন চা বাগান সরেজমিনে পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।   

জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ চা বোর্ড এ মতবিনিময় সভার আয়োজন করেন।


পুরোনো সংবাদ

পঞ্চগড় 8621473154410780432

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item