মুজিব শতবর্ষে জলঢাকা গোলমুন্ডা ইউনিয়নে ছাত্রলীগের বৃক্ষ রোপন


নাহিদ মিথুন,জলঢাকা-
“মুজিব বর্ষের আহ্বান, ৩ টি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ৩ মাস ব্যাপী সাড়া দেশে ৩ টি করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তারই ধারাবাহিকতায় বুধবার  (৭ অক্টোবর ) বিকালে  উপজেলার   গোলমুন্ডা ইউনিয়নে   ভাবনচুর বাজার সংলগ্ন দারুচ্ছুন্নাহ্ হাফিজিয়া ও কওমি মাদ্রাসা  মাঠে   ফলজ, বনজ, ঔষধী গাছ রোপন করে বাংলাদেশ ছাত্রলীগ  জলঢাকা উপজেলা শাখা।  এই অনুষ্ঠান উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও এ বি এম নুরুজ্জামান আবু সাবেক সভাপতি ইউনিয়ন আওয়ামীলী। ভাবনচুর দারুচ্ছুন্নাহ্ হাফিজিয়া ও কওমি মাদ্রাসায় গোলমুন্ডা ইউনিয়ন  ছাত্রলীগ  সভাপতি  শাহাবুল ইসলাম রাজু  সভাপতিত্বে  সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক- শফিকুল গনি স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলমুন্ডা ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক- শাহিনুর জ্জামান শাহিন। গোলমুন্ডাইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি-মুলফিকুর জামান মহব্বত।  উপজেলা ছাত্রলীগ নেতা নাহিদ মিথুন, বালাগ্রাম ইউনিয়ন  ছাত্রলীগ সভাপতি-মামুন-আর রশিদ, রিয়াজুল ইসলাম রাজ, আশাদুল ইসলাম,শাকিল, মোস্তফা,মোজ্জাফর, রোমন, রাজন ও প্রমুখ।  




পুরোনো সংবাদ

নীলফামারী 7614849244106419500

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item