কুড়িগ্রামের জয়মনিরহাট ইউপি’র উপ নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী


হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীক বিজয়ী হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা প্রতীক) প্রভাষক সাখাওয়াত হোসেন ২ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) জাহাঙ্গীর আলম ২ হাজার ৩৪৮ ভোট পান। এখানে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪৮৩জন। এর মধ্যে ৭ হাজার ৮৫৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। স্বতন্ত্র তিনজনসহ মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান এ  তথ্য নিশ্চিত করেছেন ।

উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের মৃত্যু হলে পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেয় নির্বাচন কমিশন।


পুরোনো সংবাদ

নির্বাচন 8108641457455007314

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item