সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসিতে ৪১ জনের বৃত্তি লাভ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলতি ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। তন্মধ্যে মেধা বৃত্তি তিন জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৮ জন।  নীলফামারী তথা উত্তরবঙ্গের স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত বছর (২০১৯ সাল) মোট  ৬১ জন বৃত্তি পেয়েছিল।  এদের মধ্যে মেধা বৃত্তি পেয়েছিল ১০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছিল ৫১ জন।

প্রসঙ্গত, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে চলতি ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা দুইটি বিভাগে ২৪২জন পরীক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে বিজ্ঞান বিভাগের ২২৮জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৪জন। উত্তীর্ণ হয়েছে সকলেই। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯১জন। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শতকরা ৮৩ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়া গৌরব অর্জন করেছে।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3534204429730429396

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item