অবশেষে পাগলাপীরে ড্রেন নির্মাণ শুরু


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
জাতীয় স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং অনলাইনে সংবাদ প্রকাশের পর অবশেষে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে সড়কের দু-ধারে পানি নিষ্কাষনের জন্য ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। গত পহেলা সেপ্টেম্বর হতে উক্ত সড়কের দুÑধারে পানি নিষ্কাষনের জন্য চলছে ড্রেন নির্মাণের কাজ। জানা যায় রংপুর  সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের অধীনে পাগলাপীর বন্দরের রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে সড়কের আওয়ামীলীগ নেতা বুধার বাড়ির সামনে হতে ব্যাংক এশিয়া পর্যন্ত সড়কটির দু-ধারে ৯’শ মিটার ড্রেন নির্মাণ করা হবে। তবে পর্যাক্রমে ড্রেনের দৈর্ঘ্য বাড়বে। উক্ত দুটি ড্রেন নির্মাণ করতে সরকার বরাদ্দ দিয়েছেন এক কোটি টাকা। কাজটি শেষ হতে দুমাস সময় লাগবে বলে আশা করা যাচ্ছে। জানাগেছে সামান্য বৃষ্টিপাতের পানিতে পাগলাপীর বন্দরের রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে ও ডালিয়া-বুড়িমারী সহ জনগুরুত্বপূর্ন ৫টি সড়কে দু-ধারে গড়ে উঠা ব্যাংক-বীমা, এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নান শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পায়ের গোড়ালি পর্যন্ত কোথাও হাটু পানি জমে উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ছে। আবার কোথাও কোথাও কাঁদা পানি একাকারে পরিনিত হয়ে পরায় শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজনকে পোহাতে হয় চরম দূর্ভোগ। বিশেষ করে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চাকায় পিষ্ট হওয়া ময়লা আবর্জনা পানি পথচারী সহ সাধারন মানুষজনের গায়ে ছিটকে পড়ে জামা-কাপড় নষ্ট হওয়ায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়ে পড়ছে। ইতিপূর্বে এ সংক্রান্ত রিপোর্ট জাতীয় স্থানীয় অনলাইন সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে অবশেষে সরকার পাগলাপীরে পানিনিষ্কাষনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহন করায় পাগলাপীরে জনমনে বিরাজ করছে সস্তি।  


পুরোনো সংবাদ

রংপুর 4469424875635680729

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item