জলঢাকায় পেয়াজের অস্থির বাজারে স্বস্তির জরিমানা


 মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় অস্থির পিয়াজের বাজারে স্বস্তির জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। আজ মঙ্গলবার বিকেলে পৌর শহরের কাঁচা বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেন তিনি।


জানা যায়, জলঢাকা পৌরসভার কাঁচা বাজারে পেঁয়াজ ক্রয় মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতা সাধারণের অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।


এসময় তিনি আড়ত, পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে পিয়াজের মুল্য নির্ধারন করে দেন এবং  অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করতে ব্যবসায়িদের নির্দেশ দেন। ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

পুরোনো সংবাদ

নীলফামারী 3454658272884407326

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item