সৈয়দপুরে বিদ্যূস্পৃষ্টে ও বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যূৎস্পৃষ্টে ও বজ্রপাতে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে সবুজ (১৮) নামের এক শিক্ষার্থী টেলিভিশনে ডিসের সংযোগ দিতে গিয়ে এবং সালাহউদ্দিন (১৪) নামের এক শিক্ষার্থী বজ্রপাতে মৃত্যু হয়। উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গত শুক্রবার রাতে ও  উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বিমানবন্দর পশ্চিমপাড়ায় দুপুরে ওই ঘটনা ঘটে। 

 জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির সময় কলেজ ছাত্র সবুজ তাঁর বাড়ির টেলিভিশনে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে আহত হয়। বিষয়টি টের পেয়ে  আহত সজুবকে পরিবারের সদস্যরা তাকে  হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। সে  উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর এলাকার সানু মিয়ার ছেলে এবং হাজারীহাট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।

এর আগে শুক্রবার দুপুরে বজ্রপাতে সালাউদ্দিন (১৪) নামের এক শিক্ষার্থী মারা যায়। উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বিমানবন্দর পশ্চিমপাড়ায় ওই শিক্ষার্থী মুষলধারে বৃষ্টির সময় সে নিজ বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ  প্রচন্ড আওয়াজে বজ্রপাত হলে ঘটনাস্থলেই  তার মৃত্যু হয়। মৃত স্কুল ছাত্র সালাহউদ্দিন বিমানবন্দর পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম নুর ইসলামের একমাত্র  ছেলে এবং বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পৃথক দুটি  ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


পুরোনো সংবাদ

নীলফামারী 3555460075982747410

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item