জলঢাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন


আজপিয়া আক্তার - নীলফামারীর জলঢাকা উপজেলায় দি মেসেজ ফাউন্ডেশনের উদ্দোগে সম্প্রতি নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ শনিবার (৫সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শৌলমারী  ও কৈমারী ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে শৌলমারী বানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রান বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু,"দি মেসেজ ফাউন্ডেশন" এর চিফ এক্সিকিউটিভ অফিসার আনোয়ার হোসেন, সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর, কৈমারী ইউনিয়ন সচিব মানিক, শৌলমারী ইউপি সচিব সবুজ, আতিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ১৫ কেজি,আঠা ০২ কেজি,তেল  ০১ লিটার,পিয়াজঁ ০২ কেজিসহ নিম্নোক্ত প্রডাক্ট সমূহ ১. চিড়া ১ প্যাকেট,২. লবন ১ প্যাকেট,৩. ট্যা‌ঙ ১০ প্যাকাট,৪. স্যালাইন ১ প্যাকেট ,৫. গরুর মসলা ৪ প্যাকেট,৬. মুরগির মসলা ৭ প্যাকেট,৭. মাছের মসলা ৪ প্যাকেট ,৮. চানাচুর ১ প্যাকেট,৯. মটর ভাজা ১২ প্যাকেট,১০. ইসবগুল ২ প্যাকেট,১১. বাটার টোস্ট ২ প্যাকেট,১২. টুইন ক্রাঞ্চ ১০ টি।

পুরোনো সংবাদ

নীলফামারী 4982131329452618830

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item