কুড়িগ্রামে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী তিন ভাই


হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: 

মুজিব বর্ষ উপলক্ষে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী আপন তিন ভাই। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মহাদেব মোক্তার পাড়া গ্রামের শহিদুল ইসলামের তিন ছেলে মুরশিদুল ইসলাম (১৫),মামুন ইসলাম(১১) ও মাহিন বাবু (২)। তাদের দুঃখ দুর্দশার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে, ঢাকাস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক স্থানীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। 

পরে আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম উন্নয়ন প্রতিবন্ধী কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে তিন ভাইয়কে হুইলচেয়ার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা ডা. মোঃ আরিফুর ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও সাংবাদিক ইউনুস আলী প্রমুখ।

ওই তিন প্রতিবন্ধীর বাবা শহিদুল ইসলাম জানান, আমি রিকশা চালিয়ে সংসারে ব্যয়বহন করে আসছি, হুইলচেয়ার কেনার মত আমার সামর্থ্য নাই। অনেকে হুইলচেয়ার দেয়ার কথা বলে কিন্তু দেয় না। পরে আমাদেরকে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা হুইল চেয়ার দিলেন আমরা খুবই খুশি।

কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ আরিফুর ইসলাম জানান, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চিকিৎসাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সহায়তা করে আসছে। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের মহাপরিচালকের নির্দেশে এই তিন প্রতিবন্ধী ভাইকে হুইলচেয়ার দেয়া হলো। এ কার্যক্রম আগেও চলমান ছিল এখনো চলমান আছে।


পুরোনো সংবাদ

নির্বাচিত 622687371485583135

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item