নবাবগঞ্জে মাদরাসা ছাত্র হত্যা মামলায় শিক্ষক গ্রেফতার


অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :


দিনাজপুরের নবাবগঞ্জে আবু মুসা (১০) নামে এক মাদরাসাছাত্রকে হত্যা মামলায় শালখুরিয়া হাফেজিয়া ও এতিমখানার হাসেম (৩২) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়। গতকাল তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতার শিক্ষক নওগাঁর চক টান্দুরিয়া গ্রামের আবদুর রশিদ মন্ডলের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, মাদরাসাছাত্র হত্যা মামলায় বাদী হয়ে নিহতের বাবা থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে মাদরাসার কয়েকজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে শিক্ষক হাসেমের জড়িত থাকার প্রমাণ পাওয়া মেলে। পরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।


উল্লেখ্য, উপজেলার শালখুরিয়া গ্রামের ইউনিয়ন পরিষদসংলগ্ন পশ্চিম পাশের ধানখেতের ক্যানেলে গত ৬ সেপ্টেম্বর ভোরে আবু মুসা (১০) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়। লাশের বাম হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা তাকে হত্যা করে লাশ ক্যানেলের মধ্যে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3036197106709971293

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item