জলঢাকায় ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায় কার্যকরের দাবী


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত দোষীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে আলোচনা সভা করেছে উপজেলা আওয়ালীগ। আজ শুক্রবার সন্ধায় পৌর আ'লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের নেতাকর্মীরা ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা আ'লীগের আইন বিষয়ক সম্পাদক মহসিন আলী, আ'লীগ নেতা তোফায়েল মাস্টার, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, যুবলীগ নেতা হাচানুর রহমান চৌধুরী রাজীব, ছাত্রলীগ নেতা আজম সরকার, খাদেমুল ইসলাম, সম্রাট চৌধুরী, দিপু ও নুর আলম প্রমুখ। সভায়  বক্তারা বলেন, ২১ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এ ঘটনায় দোষীদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করা এখন সময়ের দাবি। তারা আরো বলেন ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন তিন শতাধিকের বেশি। এ নৃশংস হামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তারা। পরে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।        উপজেলা আ'লীগের আয়োজনে সভায় আ'লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।          

পুরোনো সংবাদ

নীলফামারী 5073711719886315537

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item