নীলফামারীতে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র‌্যালি

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী প্রতিনিধি ১৮ জানুয়ারি॥ ‘অপচয় না করে সঞ্চয় কর’ সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ প্রতিপাদ্যকে সামনে রেখে সঞ্চয় সপ্তাহ/২০২০ উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা সঞ্চয় অফিস এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম।
সঞ্চয় অফিসের সহকারী পরিচালক একরামুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নীলফামারী প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার শামসুজ্জোহা, জেলা বাজার অনুসন্ধ্যানকারী এরশাদুল আলম।
এর আগে বনার্ঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক একরামুল হক বলেন, গেল অর্থ বছরে এই অফিসের সঞ্চয় পত্র বিক্রির লক্ষ্য ছিলো ৪০কোটি টাকা কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিক্রি হয় ৪৫কোটি টাকার সঞ্চয় পত্র। চলতি অর্থ বছরেও ৪০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে ১৩কোটি টাকার সঞ্চয় পত্র বিক্রি হয়েছে। তিনি বলেন, সপ্তাহের কর্মসুচীর অংশ হিসেবে বিভিন্ন দফতর, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমাজ ছাড়াও বিভিন্ন পেশাজীবীদের সাথে আমরা উদ্বুদ্ধকরণ সভা করবো। #

পুরোনো সংবাদ

নীলফামারী 8126740304152154016

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item