সৈয়দপুরে পিইসিতে জিপিএ - ৫ পেয়েছে ৯২৩ জন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
 প্রাথমিক শিক্ষা সমাপণী (পিইসি) পরীক্ষা - ২০১৯ এর ফলাফলে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জিপিএ- ৫ পেয়েছে সর্বমোট ৯২৩ জন শিক্ষার্থী।
এদের মধ্যে বালক ৪২১ জন এবং বালিকা ৫০২ জন। যদিও উপজেলায় গত ২০১৮ সালে জিপিএ- ৫ পেয়েছিল ৭৬৭ জন। এবারে উপজেলায় গেল বছরের চেয়ে ১৫৬ জন শিক্ষার্থী বেশি জিপিএ - ৫ পেয়েছে।
 উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পিইসি পরীক্ষায় উপজেলার ১৬০ টি বিদ্যালয় থেকে সর্বমোট ৪ হাজার ১৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে বালক এক হাজার ৯৯২ জন এবং বালিকা ২ হাজার ১৯০ জন। সর্বমোট উর্ত্তীণ হয়েছে ৪ হাজার ১০ জন। অংশগ্রহনকারী বালকদের  উত্তীর্ণের হার ৯৫ দমশিক ৬৮ এবং বালিকার উর্ত্তীণের হার ৯৬ দশশিক শূন্য ৭ ভাগ। এবারের উপজেলায় সর্বমোট জিপিএ- ৫ পেয়েছে ৯২৩ জন।
গতকাল (মঙ্গলবার) বেলা আড়াইটায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে উপজেলার ৯ টি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব তথা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে ফলাফল হস্তান্তর করা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ কেন্দ্রের সচিব তথা দায়িত্বপ্রাপ্তদের হাতে ওই ফলাফল তুলে দেন। এ সময়  সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
 এবারের পিইসি ফলাফল নিয়ে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, গত বছরের চেয়ে এবারের সৈয়দপুর উপজেলায় জিপিএ - ৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। আগামীতে আরো ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5267387812033694358

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item