‘জাতীয় দল থেকে বাদ দিন, লিগ-বিপিএল খেলব ক্রিকেট ছাড়বো না’

ডেস্ক



নিজেকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছিলেন মাশরাফি বিন মর্তুজা।
এবার মাশরাফি জানালেন, বোর্ড চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন, তবে খেলা বন্ধ রাখবেন না তিনি। লিগ, বিপিএল খেলবেন!
সোমবার (১৩ জানুয়ারি) বিপিএলের এলিমিনেটর ম্যাচের পর সংবাদ সম্মেলনে ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বলেন, ‘অধিনায়কত্ব যদি বিসিবি থেকে বলে এখনই ছেড়ে দিতে, তাহলে ছেড়ে দেব। সমস্যা নেই। তবে আমি খেলতে চাই এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমার আছে। কারো জোর করায় তো আমি আর কিছু করবো না। অবসর বা অন্য কিছু।’
অবসর, বিদায়ী ম্যাচ, মাঠ থেকে বিদায় কিংবা অধিনায়কত্ব; গত কয়েকদিন ধরে এ শব্দগুলো মাশরাফির কানের পাশে ভনভন করে ঘুরছে। বারবার করছে ‘বিরক্ত’ কিন্তু তার কথা পরিষ্কার। শব্দগুলো স্পষ্ট।
মাশরাফি স্পষ্ট করে জানিয়ে দিলেন, এই মুহূর্তে মাঠ থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই- ‘আমি খেলতে চাই পরিষ্কার করেই তো বলেছি। আগের দিনও পরিষ্কার করে বলেছি যে, আমি ঢাকা লিগ খেলব। বিপিএল আছে বিপিএল খেলব। আমি এটা উপভোগ করছি। আমি তো মনে হয় না বলেছি, জাতীয় দলে খেলব। আপনি বলেন, এখানে (বিপিএল) যে ৭০-৮০ জন ক্রিকেটার খেলছে তারা কি সবাই জাতীয় দলের আশা করে খেলছে? অবশ্যই না। খেলাটা খেলে যাচ্ছি। জাতীয় দল নিয়ে যারা আছে তারা ভাববেন’।

পুরোনো সংবাদ

খেলাধুলা 7690096377355242738

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item