ডোমারে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক  অঙ্গন সহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টায় পৌর এলাকার কাজী পাড়ায় তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহি ........রাজিউন।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। রবিবার দুপুর ২টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে কাজীপাড়া মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়। এর আগে ডোমার থানা পুলিশের একটি চৌকস দল তার কফিনে গার্ড অব অর্নার প্রদান করেন। তার জানাজায়, উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশার (ভুমি) মনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। এছাড়াও উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলাল, গোলাম মোস্তফা, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ মাহিনুল ইসলাম বাবু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সিরাজুল ইসলাম উক্ত এলাকার মৃত আরেফ আলী সরকারের ৩য় পুত্র। মৃত্যু কালে তার বয়স ছিল ৯০ বছর। তিনি ৩ পুত্র, ৩ কন্যা সস্তান, ১০জন নাতী নাতনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item