সৈয়দপুরে বিশিষ্ট ক্রীড়া সংগঠন নেছার আহমেদের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক নেছার আহমেদ বার্ধক্যজনিত কারণে আজ শনিবার(২১ ডিসেম্বর) ভোরে শহরের নয়াটোলা এলাকার নিজবাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি দুই স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে সন্তান, নাতি-নাতনি,অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছে।
আজ (শনিবার) বাদ জোহর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে  সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম নেছার আহমেদ জীবদ্দশায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ বেঙ্গল রেজিমেন্ট এ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ঢাকার দিলকুশা স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক, বক্সসিং, ভার উত্তোলন ও শরীর গঠনের জাতীয় কোচ, সৈয়দপুরে বিভিন্ন ক্রীড়া সংগঠন ছাড়াও  শহরের অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও  স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, সৈয়দপুর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক মো. জোবায়দুর রহমান শাহীন, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি  ব্যবসায়ী আলহাজ্ব মো. আওরঙ্গজেব, সাধারণ সম্পাদক ও  ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5928766658990954149

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item