জলঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 
"জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার  দুপুরে উপজেলার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ স্কুল মাঠে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৩ গ্রুপে ৯ জনকে পুরষ্কার প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, বাংলাদেশ স্কাউট জলঢাকা উপজেলা কমিটির সাধারন সম্পাদক মর্তুজা ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগামার রবিউল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা মাসুদা আকতার, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগাম অফিসার কবিতা আকতার প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন বর্তমান বিশ্ব বিজ্ঞান মনস্ক বিশ্ব । তাই তিনি বর্তমান প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।###

পুরোনো সংবাদ

নীলফামারী 6488972316240395661

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item