জলঢাকায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "সত্য - মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় অনির্বান বিদ্যাতীর্থ স্কুল প্রাঙ্গনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে অনির্বান স্কুলে গিয়ে সেমিনারে অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, বাংলাদেশ স্কাউট জলঢাকা উপজেলা কমিটির সাধারন সম্পাদক মর্তুজা ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগামার রবিউল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা মাসুদা আকতার, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগাম অফিসার কবিতা আকতার প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি শিক্ষক আবদুল্লাহ। সেমিনারে বক্তারা বলেন বর্তমান বিশ্ব বিজ্ঞান মনস্ক। এর সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশেও বিজ্ঞানের জয়যাত্রা অব্যাহত রয়েছে। আর এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7359754098256311225

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item