দেবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ (রানা),সিনিয়র রিপোর্টার-
ঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১৪ই ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বিজয় চত্বরে এসে শেষ হয়।
র‌্যালী শেষে বিজয় চত্বরের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।
আলোচনার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার স্বদেশ রায় প্রমুখ।
বক্তারা বলেন,পাকিস্তানী শাষকগোষ্ঠী আমাদের এদেশকে কুক্ষিগত করে রাখার চেষ্ঠা করেছিল। স্বাধীনতা যুদ্ধে স্বশস্ত্র পাকিস্তানী বাহিনী পরাজয়ের আভাস পেলে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করার পথ বেছে নেয়। ১৪ই ডিসেম্বর ঐসময় এ দেশের অনেক লেখক, চিকিৎসক,প্রকৌশলী,বিজ্ঞানী,সাংবাদিকসহ অনেক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে পাক বাহিনী। তাদের ইচ্ছা ছিল বুদ্ধিজীবীদের ধ্বংস করলে দেশটি আর উন্নয়নের মুখ দেখতে পারবে না ।বর্তমান সেই পাকিস্তান পৃথিবীতে একটি কলঙ্কিত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে আর বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেলে ধাবিত হচ্ছে। #


পুরোনো সংবাদ

পঞ্চগড় 171602246013672028

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item