সাইবার অপরাধের অভিযোগে সৈয়দপুরে দুই নারী গ্রেফতার

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ সাইবার অপরাধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নীলফামারীর সৈয়দপুর থেকে দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রংপুর নগরীর স্টেশন এলাকায় অবস্থিত র‌্যাব-১৩ প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, রবিবার গভীর রাতে সৈয়দপুরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে সাইবার অপরাধ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
এরা হলো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহসিন সরকারের স্ত্রী মোছা. রাবেয়া বসরী স¤পা এবং নীলফামারীর সৈয়দপুরের বাদশা সরকারের স্ত্রী মোছা.
লীনা। এ দুইজন পর¯পর যোগসাজশে দেশের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য ও ধনী ব্যবসায়ীদের টার্গেট করে তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। পরে তাদের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি পোস্ট করার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়।
এ ব্যাপারে র‌্যাবের মিডিয়া অফিসার অনম ইমরান খান বলেন, জিজ্ঞাসাবাদে দুই নারী সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে অনেক তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 8542252369526057213

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item