রংপুরের পীরগঞ্জেই শুধু কালাজ্বর রয়েছে!

মামুনুর রশিদ মেরাজুল, রংপুর ব্যুরো ঃ রংপুর জেলার মধ্যে শুধু পীরগঞ্জেই ৮ জন কালাজ্বর আক্রান্ত রোগী রয়েছে বলে 'স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষে মতবিনিময় ও পরিকল্পনা সভা'য় জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠানটি হয়। কালাজ্বর নির্নয় ও প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ বেনজির আহমেদ। এতে উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ইউএনও টিএমএ মমিন, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেট, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, রওশন আরা আলম রীনা, ওসি সরেস চন্দ্র, শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান, টিপিও আব্দুল মমিন সহ শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যানসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্র জানায়, ভারত, নেপাল ও বাংলাদেশে কালাজ্বরের প্রাদুর্ভাব রয়েছে। বাংলাদেশের ২৬ জেলার ১'শ উপজেলার রোগটি আছে। এরমধ্যে রংপুর জেলার ৮টি উপজেলার মধ্যে শুধুমাত্র পীরগঞ্জেই ৮জন কালাজ্বরে আক্রান্ত রোগী রয়েছে। এরা সবাই উপজেলার চতরা ইউনিয়নের আদিবাসী পল্লী কাঙ্গুরপাড়ার বাসিন্দা বলে উল্লেখ করা হয়। কালাজ্বরের লক্ষণগুলো হলো ২ সপ্তাহের অধিক জ্বর এবং ওজন কমতে থাকবে। এ ছাড়াও শরীরে সাদা ছোপ ছোপ দাগ বা গুটি হবে। এতে অনুভুতি থাকে, চুলকানি থাকে না।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 2787248219568231903

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item