কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : 
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষীদের মাঝে ফসল ও মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপকরণের বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কৃষিবিদ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কৃষিবিদ মিনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফার ইয়াসমিন, সাবেক সিভিল সার্জন ড. আমিনুল ইসলাম, কৃষিবিদ ড. শাহানাজ বেগম নাজু প্রমুখ। এ সময় ৫০ জন কৃষকের মাঝে সরিষাসহ ৫ ধরণের সবজি বীজ ও সার এবং ২০ জন মৎস্য চাষীর মাঝে সার, সবজি বীজ ও চুন বিতরণ করা হয়। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ১ হাজার ২ শত গরুকে ভ্যাকসিন দেয়া হয়।
উদ্যোক্তারা জানান, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ১৯৯০ ব্যাচ, কৃষিবিদ ইনস্টিটিউশন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম সদরসহ ৬টি উপজেলার ৪’শ ২০ জন কৃষক ও মৎস্য চাষীকে এ সহায়তা দেয়া হচ্ছে।

পুরোনো সংবাদ

কৃষিকথা 9015414707554325931

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item