ডোমারে সিজারের সময় গৃহবধুর মৃত্যু বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বিশেষ প্রতিনিধি॥ সিজার করতে গিয়ে গৃহবধুকে মেরে ফেলার ঘটনায় নীলফামারীর ডোমার উপজেলা শহরের সেভেনস্টার ক্লিনিককে বন্ধ ও জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে শতশত মানুষজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার সকাল ১১টায় ডোমার উপজেলা সংলগ্ন খেরকাটি বাজারে এই কর্মসুচি পালন করে এলাকাবাসী।
সেখানে বক্তব্য রাখে আপেল মাসুদ,এসএম সবুজ ,আব্দুল মালেক সহ প্রমুখ।
অভিযোগে জানা যায় জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের দিনমজুর রবিউল ইসলাম  তার সন্তান সম্ভাবনা স্ত্রী মেঘলা আক্তারকে (২০) সিজারের জন্য ডোমার উপজেলা শহরের সেভেন স্টার ক্লিনিকে ভর্তি করে। ওই ক্লিনিকে  চিকিৎসক না থাকার কথা গোপন করে ক্লিনিকের বেশ কিছু সহকারী নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে ২০ সেপ্টেম্বর রাতে রোগীর সিজার করলে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। কিন্তু সিজারে অতিরিক্ত রক্তক্ষরনে প্রাণ হারায় মেঘলা আক্তার।  এ ঘটনা ছড়িয়ে পড়লে ক্লিনিক ছেড়ে পালিয়ে যায় দায়িত্বে থাকা সকলে। এ ঘটনায় ডোমার থানায় নিহত গৃহবধুর স্বামী বাদী হয়ে ক্লিনিকের মালিক ডাঃ আইনুল ইসলাম , সহকারী রঞ্জিত রায় ,জাহিদ সহ আরো ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলার মর্গে ময়না তদন্ত করে। আসামীরা পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ তুলে বলে মঙ্গলবার ক্লিনিকের মালিক ডাঃ আইনুল ইসলাম জামিন নিয়ে এসে এলাকায় মহড়া দিয়ে মিস্টি বিতরন করে। তার এই খুঁটির জোড় কোথায়। অথচ অকালে প্রাণ হারানো নিহত  গৃহবধুর নবজাতক কন্যা সন্তানটি এখন বাঁচা মরার লড়াই করছে। জন্মেই সেই শিশু ভুয়া চিকিৎসকদের কারনে তার মাকে চিরদিনের জন্য হারিয়েছে। তাই বক্তরা ওই ক্লিনিকের লাইসেন্স  বাতিল ও আসামীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি করে।ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনার পলাতক আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 7073170262264446626

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item