পঞ্চগড়ে চুরি হওয়া ২১টি ল্যাপটপ উদ্ধার, গ্রেফতার-৭


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আই.এল.সি কম্পিউটার ল্যাব  থেকে চুরি হওয়া ২১টি ল্যাপটপ ও একটি এলসিডি মনিটর উদ্ধারসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ সাঈদুল ইসলাম, কামরুল হাসান নাইস, উমর ফারুক পারভেজ, হাসানুর রহমান লাজু, রাশেদ, আব্দুল কুদ্দুস রয়েল ও লুৎফর রহমান মানিক। উল্লেখ্য, গত ১৫ আগষ্ট (বৃহস্পতিবার) রাতে উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলার আই.এল.সি কম্পিউটার ল্যাবের পিছনের জানালার থাই গ্লাস খুলে গ্রীল কেটে চোরেরা চার্জারসহ ২১ টি ল্যাপটপ ও ১টি এলসিডি মনিটর চুরি করে নিয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পরদিন বিকেলে টের পায় এবং ১৭ আগষ্ট (শনিবার) আটোয়ারী থানায় অজ্ঞাত চোরের বিরুদ্ধে মামলা রুজু করে।আটোয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২০ আগষ্ট (মঙ্গলবার) আসামী সাইদুল ইসলামকে গ্রেফতারসহ তার বাড়ি থেকে ছয়টি চার্জারসহ ল্যাপটপ ও এলসিডি মনিটরটি উদ্ধার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো নয়টি চার্জারসহ ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় ঘটনায় সম্পৃক্ত আরো তিনজনকে গ্রেফতারসহ ছয়টি চার্জারসহ ল্যাপটপ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়ের এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা নিবিড় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার সহ চুরি হওয়া সকল আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে।আটোয়ারী থানার ওসি (তদন্ত)  জয়ন্ত কুমার সাহা জানান ধৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানায়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 254925073191892225

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item