ঠাকুরগাঁওয়ে নিরাপদ খাদ্য দিবস উদযাপন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে।   "নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এ স্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ২ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও খাদ্য বিভাগের আয়োজনে কালেক্টর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ঘণ্টাব্যাপী এ শোভাযাত্রায় জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যবৃন্দরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসন সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ডঃ কেএম  কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডঃকেএম কামরুজ্জামান সেলিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক  মোহাম্মদ বাবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,হোটেল মালিক সমিতির প্রতিনিধি ,চাউল কল সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন,দেশ ও জাতিকে উন্নতির অগ্রযাত্রায় পৌঁছাতে হলে দেশের মানুষের সুস্থতা একান্ত প্রয়োজন।এদিকে দৃষ্টি রেখে সকলেই নিরাপদ খাদ্য উৎপাদনে অঙ্গীকারাবদ্ধ হন। এ সময় অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়,  জেলা প্রশাসনের কর্মকর্তা, নিরাপদ খাদ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িত ব্যক্তিসহ খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 7680177554524225689

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item