নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১০৪বোতল ফেন্সিডিলসহ আইনজীবী সহকারী আটক

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৪ ফেব্রুয়ারি॥ ১০৪ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আটকদের মধ্যে একজন আইনজীবী সহকারী রয়েছেন। গতকাল বুধবার(১৩ ফেব্রুয়ারী) মধ্যরাতে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়া ও পঞ্চপুুকুর ইউনিয়নের মিস্ত্রিপাড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শহরের থানাপাড়া মহল্লার মৃত. অলিয়ার রহমানের ছেলে আইনজীবী সহকারী (মুহুরী) লিটন সরকার(৩৪) ও পঞ্চপুকুর ইউনিয়নের দক্ষিণ মিস্ত্রিপাড়ার মহব্বত হোসেনের ছেলে সুমন ইসলাম(১৯)। 

আজ বৃহ¯পতিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক আফজালুল ইসলাম। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রেজানুর রহমানের নেতৃত্বে মাস্টারপাড়ায় মাদক কেনাবেচার সময় হাতে নাতে ৪ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় লিটন সরকারকে। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে পঞ্চপুকুর ইউনিয়নে সুমনের বাড়িতে অভিযান পরিচালনা করে আরো একশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিলের মুল্য অর্ধলাখ টাকারও বেশি। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। 
তিনি আরো জানান, আটক ব্যক্তিরা চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা দিনাজপুর ও রংপুর জেলার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক নিয়ে এসে বিক্রি করে থাকেন এই এলাকায়। তাদেরও গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।
প্রেস  ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম মোমিন, পরিদর্শক(তদন্ত) এরশাদুল আলম। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 8986628647591921718

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item