ডোমারে শত্রুতার জের ধরে টার্কি মুরগীর খামার বিষ দিয়ে ধংশ করার অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শত্রুতার জের ধরে টার্কি মুরগীর খামারে বিষ প্রয়োগ করে ধংশ করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে, ডোমার পৌর এলাকার ১নং ওয়ার্ড কলেজ পাড়া গ্রামে। জানা যায়, পিকেএসএফ সহযোগীতায় শার্প প্রকল্পের আওতায় অপরাজিত মহিলা সমিতির সদস্য মোমিনুর ইসলাম লিথুর স্ত্রী শাহানাজ বেগম দীর্ঘদিন ধরে টার্কি মুরগীর খামার পরিচালনা করে আসছে। ঘটনার দিন ৬ ফেব্রুয়ারী বুধবার সকালে কে বা কাহারা খামারে বিষ প্রয়োগ করে।  এতে করে তাদের খামারের প্রায় শতাধীক মুরগী মারা যায়।  খামারীর স্বামী মোমিনুর ইসলাম লিথু বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর কেউ খামারে বিষ দিয়ে সমস্ত মুরগী মেরে ফেলেছে। এতে করে প্রায় লক্ষাধীক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান। এবিষয়ে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন। ডোমার থানার এসআই আব্দুর রশিদ বলেন, বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা বলেন, আমি ঘটনা স্থলে গিয়েছি, অনেক মুরগী মারা গেছে, থানায় অভিযোগ দেয়া হয়েছে পুলিশ গিয়ে তদন্ত করলে আসল বিষয় জানা যাবে। প্রয়োজনে মুরগীগুলো ডাক্তারী পরীক্ষা করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 506914919723409604

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item