ডোমারে ঐতিহ্যবাহী হালের লাঙ্গল আজ বিলুপ্তির পথে।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে ঐতিহ্যবাহী হালের গরু ও লাঙ্গল এখন প্রায় বিলুপ্তির পথে। কালের আবর্তনে তথা অত্যাধুনিক বিজ্ঞানের যুগে যান্ত্রিক রসাতলে প্রসারে মান্ধাত্বার আমলের সনাতন পদ্ধতির ঐতিহ্যবাহী হালের গরু ও লাঙ্গল হারিয়ে যেতে বসেছে। ফলে এ শিল্পের সাথে জড়িত সহস্রাধিক পরিবার পৈত্রিক পেশা ছেড়ে বর্তমানে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছে। নীলফামারী জেলার সদর উপজেলাসহ ডোমার, ডিমলা, জলঢাকা,কিশোরগঞ্জ এবং পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হালের গরু, লাঙ্গল শিল্প কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। বিজ্ঞান প্রযুক্তির উৎকর্যতা সাধনের ফলে ব্যাবহারিক জীবনে এখন আর হালের গরু ও লাঙ্গল শিল্পের বিশেষ একটা ভূমিকা নেই। হালের গরু ও লাঙ্গল তৈরীতে গাছের বাকা পাটাতন, একটি লাঙ্গলের ফলা, মোটা বাঁশের ছিদ্্রকরা জোয়াল ও এক জোড়া গরু তবে বলদ গরু হলে তো কথায় নেই। অত্যাধুনিক বিজ্ঞানের যুগে যান্ত্রিক কলের লাঙ্গল মহিন্দ্র ও আইসার ট্র্যাক্টর দ্বারা জমিতে হালদেয়ার পাশাপাশী মালবাহী যান হিসাবে ব্যাপক সুবিধা। অন্যদিকে পাওয়ার টিলার দ্বারাও চলছে মালবাহীর কাজ তাই সুযোগ সুবিধা বেশী হওয়ায় হালের গরু ও লাঙ্গল একেবারে চোখে পড়ে না। কেবল মাত্র গ্রাম অঞ্চলে অল্প জমি ওয়ালা অথবা যারা মানুষের জমিতে হাল চাষের কাজ করতো তাদের কাছে হয়তো দেখা মিলতেও পারে। ডোমার বোড়াগাড়ী হাটের লাঙ্গল বিক্রেতা দুলাল মিস্ত্রি জানান, বাপ দাদার আমল থেকে বিভিন্ন হাট বাজারে লাঙ্গল বিক্রি করে সংসার চালাতাম যান্ত্রিক কল বাজারে আসার পর হতে আমাদের লাঙ্গলের ব্যাবসা আর চলছে না। ডোমার ছোট রাউতা গ্রামের গাদু রাম বর্ম্মনের পুত্র কৃষক জগেন্দ্র নাথ জানান, গোটা গ্রামে হালের গরু ও লাঙ্গল পাওয়া যাবেনা শুধু মাত্র বাবার সামান্য ২ বিঘা জমি আবাদ করি তাই ঐতিহ্যকে ধরে রাখতে এই এক জোড়া গরু ও হাল টুকু শেষ সম্বল হিসাবে রেখেছি। মহিন্দ্র, আইসার ট্র্যাক্টর ও পাওয়ার টিলার সব কেড়ে নিয়েছে। উপজেলার প্রত্যন্ত গ্রামে খোজ নিয়ে জানা গেছে, বর্তমান আধুনিকতার ছোবলে তা বিলুপ্তির পথে।  ইতিহাস ঐতিহ্যের এ দেশে হয়তো একদিন হালের লাঙ্গল একদিন যাদুঘড়ে ঠাই পাবে। পরবর্তি প্রজন্মের কাছে তা গল্প হয়ে থাকবে। বাস্তবে চোখে দেখার সুযোগ পাবে না তারা। তাই এ শিল্পকে বাচাঁতে সরকার এবং বিভিন্ন বে-সরকারী সংস্থাকে এগিয়ে আসতে আহব্বান জানিয়েছেন বিভিন্ন মহল।

পুরোনো সংবাদ

নীলফামারী 4481670988675674648

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item