দিনাজপুর পুলিশ সুপার বিপিএম পদক পাওয়ায় আরজেএফ’র নেতৃবৃন্দের অভিনন্দন

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস, জঙ্গী দমনে বিশেষ কৃতিত্ব রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশ পুলিশ পদক  (বিপিএপ) পাওয়ায় ১১ ফেব্রুয়ারি সোমবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম কে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশ (আরজেএপ) দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ রহমান খোকন-এর নেতৃত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওয়াহেদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম দিনাজপুরে যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গী দমনে বিশেষ ভূমিকা রাখায় জেলা শহর থেকে মাদক ও সন্ত্রাস প্রায় অনেকাংশে কমে যায়। পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির পাশাপাশি মাদকমুক্ত করতে জিরো টলালেন্স ঘোষনা গিয়েছেন। তারই প্রেক্ষিতে জনগণের সহযোগিতায় আমরা অবিলম্বে দিনাজপুর জেলাকে মাদক মুক্ত করবো।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6480345593745101320

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item